যারা সাউদিয়ারব(Saudi Arobia) যেতে চান তারা সাউদিইয়ারব যেতে কত টাকা লাগবে এবং বাংলাদেশ সরকারের নির্ধারিত টাকার পরিমার এই সাইট থেকে জানতে পারেন। এটি বাংলাদেশি সরকারি ওয়েব সাইট । এই সাইট থেকে কখন কোন দেশে ভিসা ছারে এবং সরকারি লাইছেন্স ধারি এজেঞ্চি কারা তার লিস্ট পাবেন। সবচাইতে ভালো হয় যদি সউদিতে থাকে এমন কেউ আপনার জন্য ভিসা পাঠায় । ভিসা হাতে পাবার পড় জানাজরুরি যে ভিসা টা আসেছে তা আপনার নামে এসেছে কিনা । ভিসা আপনার নামে এসেছে কিনা, কোন কম্পানি ভিসা ইস্যু করেছে , মাসিক বেতন কত , ভিসার মেয়াদ কতদিনের , নবায়ন করা জেবে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য সাউদিয়ারব(Saudi Arobia) সাইট ভিজিট করতে পারেন । সাইট টিতে ঢুকলে প্রথমেই সাইট টির হোম পেজ দেকতে পাবেন তা নিচের চিত্রের মতন । Ministry of Interior Kingdom of Saudi Arabia সাইট টি তে যাবার জন্য ছবির উপর ক্লিক করতে পারেন।
এর পড় আমাদের ভিসা ইনফর্মেশন গুলো সঠিক ভাবে ফিলাপ করতে হবে ।
যদি ভিসা আপনার নামে আসে থেকে এবং আপনি ভিসা ইনফর্মেশন সঠিক ভাবে প্রদান করেন তাহলে আপনার ভিসা ইনফর্মেশন ওয়েবসাইট প্রদরশন করবে । এর যদি ভিসা আপনার নামে না আসে বা আপনি ভুল ইনফর্মেশন প্রদান করেন তাহলে ভিসা ইনফর্মেশন প্রদান করবেনা । প্রয়োজন বোধে ২-৩ বার ট্রাই করতে পারেন ।
Dubie : go http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx > labour card information > no > write passport no, birth year, nationality and mobile no 05123456789 > next then edit web adress http://www.mol.gov.ae/ownersservices/employeereceipt.aspx if you see your photo and name visa correct
অনেকেরি এ পোস্ট টি সম্পূর্ণ বুজতে সমস্যা হচ্ছে । সিগ্রই এই পোস্ট টি নিয়ে বিস্তারিত আলচনা সহ একটি পোস্ট করাহবে।
এ ধরনের আরও পোস্ট