বাংলা নিউসপেপার পেজে আপনাকে সাগত / এই সাইট টি সুথু  মাত্র বাংলা নিউস এর জন্য নয় / আমি নেট ঘেটে যখনি ভালো কিছু পাই তখনি এই সাইটে পোস্ট করি যাতে পরবর্তিতে চাইলে একসাথে সব দেখতে পারি / আমার বিশ্বাস আমার ভালোলাগা বিসয়্গুলো আপনার ভালো লাগবে / যদি আপনি খুব বাস্ত না হন এবং আপনার হাতে ২-৩ মিনিট সময় থাকে তাহলে আমি আপনাকে রিকুইস্ট করব সাইট টির হোম (HOME) পেজ ক্লিক করার জন্য যাতে আপনি পুরো সাইট টি দেখতে পারেন / বাংলা নিউসপেপার সাইট টি থেকে যদি আপনাদের এতটুকু সাহায্য করতে পারি  তাহলেই আমার পরিশ্রম সার্থক / আপনাকে আরো একবার আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি / 

20140214

তারুণ্যে আস্থার প্রতিদান দিতে চান পলক প্রযুক্তিকে সাধারণের নাগালের মধ্যে আনার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করে তথ্যপ্রযুক্তির সুফল জনগণের


তারুণ্যে আস্থার প্রতিদান দিতে চান পলক

প্রযুক্তিকে সাধারণের নাগালের মধ্যে আনার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করে তথ্যপ্রযুক্তির সুফল জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে প্রত্যয়ী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য জুনায়েদ আহমেদ পলক, যিনি নিজের মন্ত্রিত্বকে দেখছেন তারুণ্যের প্রতি আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ হিসেবে।

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে কর্মপরিকল্পনার নানা দিক তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগতভাবে নেয়া এই চ্যালেঞ্জের কথা জানান তিনি।

“আমাকে যে কোনো মূল্যে সফল হতে হবে। বয়স কম হলেও নেত্রী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমি ব্যর্থ হলে ভবিষ্যতে আর কেউ তরুণদের সামনে আনবে না, বড় কোনো দায়িত্ব দিবে না। তাই সফল আমাকে হতেই হবে,” বলেন ৩৩ বছর বয়সী এই প্রতিমন্ত্রী।

নবম সংসদের সবচেয়ে কম বয়সী এই সাংসদের ওপর আস্থা রেখে নতুন সরকারে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তাকে মন্ত্রিসভায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্বও পড়েছে তার কাঁধে।

সাক্ষাৎকারে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের আইকন হিসেবে গড়ে তুলতে ১৯৯৯ সালে পাস হওয়া গাজীপুরের কালিয়াকৈরের হাই টেক পার্ক প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে চান তিনি।

প্রথম অগ্রাধিকারে এরইমধ্যে প্রাথমিক সাফল্য পেয়েছেন তরুণ এই প্রতিমন্ত্রী। 

হাই টেক পার্ক প্রকল্পে নির্মাতা নিয়োগ করে পার্কের কাজ এগিয়ে নিতে হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, প্রতিমন্ত্রী হিসেবে পলকের দায়িত্ব নেয়ার পর সেই লড়াইয়ে জিতেছে রাষ্ট্রপক্ষ। গত ২৮ জানুয়ারি সেই স্থগিতাদেশকে স্থগিত করেছে আপিল বিভাগ।

এ প্রসঙ্গে পলক বলেন, “আমরা প্রকল্প শেষ করার সময়সীমা এখনই বলছি না। তবে ইতোমধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “হাই টেক পার্ক ছিলো আমাদের স্বপ্নের একটা প্রকল্প। শেখ হাসিনা তার প্রথম আমলে এই প্রকল্পের কাজ করতে চেয়েছিলেন। মাঝে অন্য সরকার এসে প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যায়নি। এরপর বাধা হয়ে দাঁড়ায় আদালতের নিষেধাজ্ঞা। এখন সেই নিষেধাজ্ঞাও খারিজ হলো।”

এই প্রকল্প বাস্তবায়ন হলে তথ্যপ্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের দেশ হচ্ছে তৃতীয় বৃহত্তম ফ্রি ল্যান্সারের দেশ। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি আমাদের তথ্যপ্রযুক্তি বিকাশের মডেল হিসাবে বিবেচিত হবে।”

হাই টেক পার্ক প্রকল্প বাস্তবায়নে আইনি বাধা কাটায় উজ্জীবিত প্রতিমন্ত্রীর আশা, সফটওয়্যার টেকনোলজি পার্ক (জনতা টাওয়ার) স্থাপনের কাজও খুব দ্রুত শুরু করা যাবে।

রাজধানীর কারওয়ানবাজারে এই পার্ক গড়ে তোলার ক্ষেত্রে যেসব আইনি ঝামেলা রয়েছে অচিরেই সেগুলোরও সুরাহা হবে বলে মনে করেন তিনি।

ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সহযোগিতা প্রত্যাশা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারের পরিত্যক্ত ভবন ও জমিতে সফটওয়্যার টেকনোলজি কেন্দ্র করার কথাও ভাবা হচ্ছে।

একটি প্রকল্পের মাধ্যমে ৬৪টি জেলার এক লাখ গ্রামীণ নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করে (ফ্রিল্যান্সার টু অন্ট্রেপ্রেনেওর) তাদের জন্য খুব কম সুদে ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে।

মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের  (বেসিস)পক্ষ থেকে যৌথভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে একটি সনদ দেয়া হবে এবং তার ভিত্তিতে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা হবে।

লার্নিং অ্যান্ড আর্নিং- প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার ফ্রি ল্যান্সার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পলক বলেন, এরইমধ্যে বাংলাদেশে ১৫ হাজার ফ্রি ল্যান্সার তৈরি করা হয়েছে এবং আগামীতে আরো দুই লাখ ফ্রি লান্সার তৈরি করা হবে।

আগামী পাঁচ বছরে ২৫ হাজার মানুষ যাতে ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন’ সনদ পায় তার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শুধু নারীদের জন্য ‘ঘরে বসে বড়লোক’ প্রকল্পের কাজ শুরু করা হবে। এখানে ২০ জন করে নারীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাদের মধ্য থেকে যোগ্যদের উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করা হবে।

মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন- ই-গর্ভন্যান্স, ডিজিটাল স্বাক্ষর, লার্নিং অ্যান্ড আর্নিং, ই-টেন্ডার, ই-তথ্য সেবা, বাংলা গভনেট প্রকল্প, ইনফো সরকার প্রকল্প, সাসেক প্রকল্প, প্রশিক্ষণের মাধ্যমে ৩০ হাজার দক্ষ মানব সম্পদ তৈরি ইত্যাদি কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে চান তরুণ এই রাজনীতিবিদ।

১৯৮০ সালের ১৭ মে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় ফয়েজ উদ্দিন আহমেদ ও জমিলা আহমেদের ঘরে জন্ম হয় জুনাইদ আহমেদ পলকের। পাঁচ ভাই-বোনের সবার ছোট তিনি।

ভাই-বোন সবার নামই চোখের প্রতিশব্দ-নয়ন, মণি, আঁখি, দৃষ্টি, পলক।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব ইচ্ছা থাকলেও হয়নি। তবে ঢাকা কলেজ থেকে ২০০১ সালে এমএসএস এবং ২০০৩ সালে ঢাকার জাতীয় আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এর আগে ১৯৯৯ সালে সিংড়া সরকারি জি এ ডিগ্রি কলেজ থেকে স্নাতক, ১৯৯৭ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৫ সালে রাজশাহী বোর্ডের অধীনে সিংড়া দমদমা পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেন।

রাজনীতির পাশাপাশি আইন পেশায় থাকা পলক নিম্ন আদালত পেরিয়ে আইনজীবী হিসেবে হাই কোর্টেও নিবন্ধিত রয়েছেন।

কথোপকথনে ব্যক্তি জীবনের আলোচনায় পলক বলেন, “এক সময় স্বপ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এরপর একসময় স্বপ্ন ছিল, দেশের বাইরে পড়তে যাবো। আরেকটি স্বপ্ন ছিল, স্টেজে উঠে গান করার। জীবনে আর কিছু চাওয়ার ছিলো না। কিন্তু ছাত্র জীবনে রাজনীতিতে জড়ানোর পর অনেক হিসাব পাল্টে যায়।

“এরপর যে রাজনীতি করতে গিয়ে জীবনের হিসাব উল্টে গিয়েছিল, সেই রাজনীতিতে থেকেই জনগণের সঙ্গে সুখে দুঃখে চিরদিন থাকার সিদ্ধান্ত নিই।”

নিজ এলাকায় কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই তরুণ নেতা।

ছাত্রজীবনে বিতর্ক, আবৃত্তি ও অভিনয় করতেন পলক। ১৯৯৪ সালে বয়েজ স্কাউট জাম্বুরি নাটোর জেলা দলের নেতৃত্ব দেন তিনি।

কিশোর বয়স থেকেই এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন পলক।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নাটোর-৩ আসন থেকে জাতীয় সংসদ-সদস্য নির্বাচিত হন তিনি। নবম সংসদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়,  বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভায় জুনাইদ আহমেদ পলককে স্থান দেন। ১২ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

পলকের স্ত্রী স্কুলশিক্ষিকা। তিন ছেলে-মেয়ে রয়েছে এই দম্পতির। গান শোনা ও গাওয়া, ক্রিকেট, ফুটবল, ক্যারাম খেলা ও গাছ লাগানোয় আনন্দ পান বলে জানান জুনায়েদ আহমেদ পলক।

Daily News পরামর্শ মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল Top News পৃথিবীর বাংলা খবর মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সুস্থ সুন্দর থাকার জন্য CA Study English News বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল Bangladesh Local News oDesk test answers ওডেস্ক ফ্রিল্যান্সিং ব্লগার ব্লগ টিউটরিয়াল ঈদূল-আজ-হা অন্যান্য ওয়েবসাইট ডিজাইনিং ঘড়োয়া টুকিটাকি Mobile AD NG ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিনেজার ব্লগিং গুল অ্যাডসেন্স Eid-ul-Azha IELTS International Photoshop আজকের আলোচিত খেলা ডাউনলোড ফটোশপ লাইফ স্টাইল Admission BCS Preparation Bangla Vedio Song Book Comilla Craigslist Download Elance Facebook Gazipur Google Gre Word IELTS Vocabulary Japan Khulna Math Tutor Money Mymensingh PHP Personal Short Film Shortcut Key Technology Texas Vocabulary Windows Youtube আজ থেকে টানা ৬০ ঘণ্টা হরতাল উইন্ডোজ টিউটোরিয়াল কোরবানীর প্রস্তুতি গ্রী ওয়ার্ড ছবি ঘড় জুমলা বরতমান বৈদেশিক সম্পর্ক মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল মেহেদি রাজনিতি রুপ-চরচা সাক্ষাৎকার হরতালের আগেই বোমা হামলা
Related Posts Plugin for WordPress, Blogger...