জেনিফার ডি প্যারিস,
তবে আমির জানান, ২৫ বছরের ফিল্মি ক্যারিয়ারে এ রকম কোনো চরিত্রে অভিনয় করেননি তিনি। এটি যেমন ছিল কষ্টসাধ্য, তেমনই ভিন্নধর্মী।
আমিরের ভাষ্য, “আমার মনে হয় ‘ধুম থ্রি’-এর চরিত্র হল আমার এখন পর্যন্ত অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র। আমি এরকম কোনো চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।”
আর এই বিশেষ ধরনের চরিত্রের জন্য নিজের প্রস্তুতি সম্পর্কে আমির বলেন, “আমি সিনেমায় একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করেছি। এই সিনেমার জন্য আমার সার্কাসের প্রশিক্ষণ নিতে হয়েছে। অনেক কঠিন ডায়েটের মধ্য দিয়ে যেতে হয়েছে।”
২০ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘ধুম থ্রি’ সিনেমায় আরও থাকবেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া।
































