১৫ নবেম্বও পবিত্র আশুরা
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৫ নবেম্বর পালিত হবে পবিত্র আশুরা। সোমবার
দেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় কমিটি ১৫ নবেম্বর
শুক্রবার পবিত্র আশুরা পালনের ঘোষণা দেয়। ১৪৩৫ হিজরির পবিত্র মোহররম মাসের
চাঁদ দেখা উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন
বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত
নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাবিবুল্লাহ
আকতার। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
উপস্থিত ছিলেন।