সিলেট নগরী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার আলোচিত দুই পাজেরো
স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারত
থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা আলোচিত পাজেরো জীপ দুটি বৃহস্পতিবার গভীর
রাতে সিলেট নগরীর পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে
গাড়ি দুটির মালিকদের কোন খোঁজ পাওয়া যায়নি। রাত দেড়টায় সিলেট নগরীর
শাহজালাল উপশহর থেকে ১টি জীপ এবং রাত আড়াইটায় নগরির কুমারপাড়ার একটি
গ্যারেজ থেকে অপরটি উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া জীপ দুটির ব্রিটেনে করা
আন্তর্জাতিক রেজিস্ট্রেশন নম্বর এক-৫৫ ও এলভি-৫২ জেআরও। গাড়ি দুটির
আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। ট্যাক্স ফাঁকি দিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে
পুলিশের ধারণা। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দরে বিজিবি চেকপোস্টে তথ্য না দিয়েই জীপ দুটি দ্রুত হাওয়া হয়ে যায়। ঘটনার পর সিলেটজুড়ে সতর্কতা জারি করা হয়। ঘটনার পর পরই বিষয়টি সিলেট নগরীর আখালিয়ার বিজিবি সদর দফতর ও সিলেট জেলা পুলিশকে অবহিত করা হয় এবং জীপ দুটি ধরতে সকাল থেকেই বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এ নিয়ে দিনভর সর্বত্র তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা হয়েছে।