ফেসবুকে মনের খবর!
ফেসবুকের অসংখ্য ডেটা ব্যবহার করে নির্ণয় করা যাবে ব্যবহারকারীর হৃদয়ের
খবর। এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে,
ফেসবুকে আপলোড করা তথ্য বিশ্লেষণ করে জানা যাবে ব্যবহারকারীর হৃদয়বৃত্তিক
খোঁজখবর। জীবনের সঙ্গে জড়িত ঘটনাগুলোর লিখিত প্রতিফলন হয় ফেসবুকে, তাতে
প্রকাশ পায় ভাললাগা-মন্দলাগা বিষয়ে নানা তথ্য। তা থেকে ব্যবহারকারী
সম্পর্কে ধারণা করা যায়। নিউজফিডে শেয়ার ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একজন
মানুষের হৃদয়ের ভেতরকার খবর বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে বলে
জানিয়েছে ফেসবুকের ডেটা সায়েন্স টিম।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ বিষয়টি নিয়ে চলতি বছরে গবেষণা করে। যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর তথ্য নিয়ে পর্যালোচনায় দেখা গেছে, ফেসবুকে ব্যবহারকারীর শেয়ার, লাইক ও কমেন্টস থেকে তার সম্পর্কে বিভিন্ন বিষয়ে আগাম তথ্য জানা যায়। লাইক থেকে বোঝা যায় কোন বিষয়ে তার আগ্রহ বেশি। Ñখবর ওয়েবসাইটের।
































