বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞান ও আইসিটি ফেলোশিপ দিয়ে থাকে। ২০১১-১২ সালের ফেলোশিপ দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট/পিএইচডি পর্যায়ে এই ফেলোশিপ দেওয়া হবে। যেসব প্রার্থী এই ফেলোশিপের জন্য আবেদন করতে চান তাঁদের মাস্টার্স, এমফিল, পিএইচডি অথবা পোস্ট ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। আর বিশেষভাবে তাঁদের গবেষণাকাজে সম্পৃক্ততা থাকতে হবে।
আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মেধাক্রম উল্লেখ করে বিভাগীয় প্রধান বা প্রতিষ্ঠান প্রধানের কাছ নেওয়া থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তা ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে গবেষণাপত্রের সিনপসিস, অভিজ্ঞতার সনদ ও সুপারভাইজারের সুপারিশপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে আগামী ২৮ এপ্রিলের মধ্যে। আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে ‘সিনিয়র সহকারী সচিব, ব্রাঞ্চ-১২, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, কক্ষ নম্বর: ৯১৯, ভবন: ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০’—এই ঠিকানায়। আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ঠিকানা: www.mosict.gov.bd